মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিকরা।
DESK NEWS 4TV সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশ এবং ন্যাশনাল ট্রাভেলস বন্ধ করা হলেও বিকেল ৪টা থেকে ঢাকাগামী সব বাস বন্ধের কথা জানান তারা। হানিফ পরিবহনের আঞ্চলিক ম্যানেজার খন্দকার কোরবান আলী জানান, বেতন-বোনাস বৃদ্ধি ও নিয়োগপত্র প্রদান নিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে রাজশাহী থেকে ঢাকাগামী সব বাস বন্ধ করে দেওয়া হয়। ফলে নাটোর থেকেও বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল। ঢাকাগামী যাত্রীরা অভিযোগ করে জানিয়েছেন, আকস্মিক বাস চলাচল বন্ধে বিপাকে পড়েছেন তারা। জরুরি প্রয়োজন থাকলেও গন্তব্যস্থলে যেতে পারছেন না যাত্রীরা।