টঙ্গীতে ফের শ্রমিক অসন্তোষ সড়ক অবরোধ-পুলিশের লাঠিচার্জ আহত ১০
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকার এননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেড, মিলাঞ্জ স্পিনিং মিলস লিমিটেড, লামিসা স্পিনিং মিলস লিমিটেড,রোটর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে ধউর এলাকায় আবারও ঢাকা-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। রবিবার ১৩ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের বাঁশ,ইট ফেলে সড়ক অবরুদ্ধ করে রাখে এতে ঢাকা-আশুলিয়া সড়কে তীব্র যানযট দেখা দেয়। এসময় চরম ভোগান্তিতে পরে যাত্রী সাধারণ। পরে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা জানান, গত ৩১ জানুয়ারী সকালে একি কারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে প্রশাসনের অনুরোধ সড়ক ছেড়ে দিয়ে কারখানায় অবস্থান নেয় শ্রমিকরা। ওই দিন বেতন ভাতা পরিশোধের কথা থাকলেও কোম্পানি তা পরিশোধ করতে না পাড়ায় শ্রমিকদের কাছ থেকে নতুন করে আবারও ২দিনের সময় নেয়। দুদিন পরে সকল শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা থাকলেও কিছু লোকের বেতন পরিশোধ করে বাকিদের ১৩ই ফেব্রুয়ারী সকালে বেতন ভাতা পরিশোধ করার কথা জানলে শ্রমিকররা তা মেনে নেয়। কিন্তু দিনভর বেতনের আশায় বসে থেকে বেতন না পেয়ে আবারও আন্দোলন শুরু করে শ্রমিকরা। এমন অবস্থায় বেতন ভাতা পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম জানান,শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেতন ভাতা পরিশোধের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।