টঙ্গীতে লোহা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার।
বি এ রায়হান, গাজীপুরঃ শিল্পনগরী টঙ্গী থেকে বিভিন্ন সরকারী স্থাপনা ও প্রকল্পের লোহার লোহা চোর চক্রের ৫জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে লোহার রডসহ একটি মিনি ট্রাক, চোরাইকৃত মালামাল ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় টঙ্গীর আরিচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১ সহকারি পরিচালক নোমান আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ফারুক হোসেন (৩৮), রতন মিয়া (২২), শাহিন আলম মানিক (২০), ইমন মারুফ (১৯) ও সেলিম সেখ (৩০)। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় টঙ্গী আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি মিনি ট্রাক, ৩’শ ১০ কেজি লোহার রড, ১টি পাওয়ার টিলারের লোহার চাকা, ১টি মিকচার মেশিনের লোহার চাকা, ৬টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫’শ ৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।