পরকিয়ার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের কালীগঞ্জে পরকিয়া প্রেমের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত সোহেল ভূইয়া (৩৬) বাহাদুরসাদী গ্রামের মৃত ছালাম ভূঁইয়ার ছেলে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।পরে সেখান থেকে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের জানান, শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাম পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়াও ডান পায়ে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। নিহতের ছোট ভাই সোহাগ ভূঁইয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে প্রতিবেশি কয়েকজন লোক সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।পরে জেরিন নামে এক নারীর সাথে পরকিয়ার প্রেমের সম্পর্কের অভিযোগ এনে সোহেলকে গাছের সঙ্গে বেঁধে, মুখে গামছা পেঁচিয়ে মারধর করে এসময় তারা সোহেলের দুই পায়ের রগ কেটে দিয়েছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, সোহেলকে মারধরে পর তার অবস্থা খারাপ দেখে, ওই অভিযুক্তরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে সেখান তার অবস্থার অবনতি হলে সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসাপতালেই সোহেলের মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) অভিজিৎ দাস জানান, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আহত অবস্থায় প্রতিবেশী পরিচয়ে জুবায়ের ও পনির নামে দুইজন লোক সোহেলকে হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। কিন্তু এরইমধ্যে সোহেলকে হাসপাতালে নিয়ে আসা ওই দুইজন লোক পালিয়ে যায়। সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।