টঙ্গীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেটের পূর্ব পাশ থেকে শুরু হয়ে মিলগেট এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নাজমুল হাসান নাঈম, সোলায়মান কবির, সদস্য সাদ্দাম হোসেন, ইকবাল হোসেন, আশিকুর রহমান, মহানগরের সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল হোসেন খলিফা, সহ-স্বাস্থ্য সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, টঙ্গী পূর্ব থানার জহিরুল হুদা বাবু, বিপ্লব সরকার, সফিকুর রহমান হিমেল, শাহীন আহম্মেদ, দেওয়ান মামুন, আশরাফুল আলম, রাসেল আহম্মেদ, আবুল হোসেন, ইউসুফ মানিক, হাসান চৌধুরী, সোহেল রানা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন "বর্তমান ভোটবিহীন সরকার জনগণের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে মানুষ আজ নিদারুন কষ্টে আছে। এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে।