টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে সড়ক দূর্ঘটনায় শাহজাহান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার সূবর্ণপুর গ্রামের আনছার আলীর ছেলে। তিনি এম জে ফ্যাশন বোর্ডবাজার শাখার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে কর্মস্থল হতে উবারের (ভাড়ায় চালিত মোটরসাইকেল) মাধ্যমে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিলেন শাহজাহান। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট বনমালা রোড এলাকায় পৌঁছালে সামনে থাকা প্রাইভেটকার চালক গতিরোধ করে প্রাইভেটকারের দরজা খুললে প্রাইভেটকারের দরজার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ও যাত্রী দু’জন দু’দিকে ছিটকে পড়েন। একইসময় পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকা শাহজাহানের বাম পায়ের নিতম্বের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্খাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাড়ায় চালিত মোটরসাইকেল নং ঢাকা মেট্রো-ল-৪১-১৬৪৪, কাভার্ডভ্যান নং চট্রমেট্রো শ-১১-৪১৪০ হেফাজতে নিয়েছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ বলেন, আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ও তার কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় এক লাখ টাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।