টঙ্গীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুর রহিম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে হয়।বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম। গ্রেফতারকৃত আব্দুর রহিম শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই টঙ্গীর খাঁ পাড়া এলাকার মারকাজুল উম্মাহ আল-ইসলামী বাংলাদেশ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিল গ্রেফতারকৃত শিক্ষক আব্দুর রহিম। রবিবার রাতে পড়ানোর কথা বলে মাদ্রাসার বোডিং থেকে ভুক্তভোগী শিশুকে তার কক্ষে ডেকে নিয়ে যান ওই শিক্ষক।পরে সেখানে জোরপূর্বক তাকে বলাৎকার করা হয়। এ ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে নানাবিধি ভয়-ভীতিও প্রদর্শন করেন ওই শিক্ষক। সোমবার সকালে শিশুটির বাবা শিশুটিকে দেখতে এসে শারীরিক অবস্থা খারাপ দেখে অসুস্থতার কারন জানতে চাইলে শিশুটি তার বাবাকে বিষয়টি জানায়। পরে শিশুটি বাবা থানা পুলিশকে অবগত করেন ।বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ওই শিক্ষক পালিয়ে যান। পরে সোমবার দিনভর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলমান।