টঙ্গীতে মাদক ব্যবসার আশ্রয়স্থল কথিত সোর্স আলী।
বি এ রায়হান, গাজীপুরঃ শিল্প নগরী টঙ্গীর বনমালা এলাকায় পুলিশের কথিত সোর্স আলী ওরফে ফর্মা আলীর প্রত্যক্ষ মদদে নিষিদ্ধ মাদক গাঁজার ব্যবসা করার অভিযোগ উঠেছে কামরুল ওরফে ফুডা ও আফরোজা দম্পতির বিরুদ্ধে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, টঙ্গীর বনমালা রেলগেট থেকে কসাইবাড়ি পর্যন্ত এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করছে বেশ কয়েকটি গ্রুপ। তাদের মধ্যে অন্যতম কামরুল ওরফে ফুডা ও আফরোজা দম্পতি। কোন কিছুর তোয়াক্কা না করে প্রকাশ্যে বিক্রি করছেন গাঁজার মত মাদক। এদের প্রকাশ্যে মদদদাতা হিসাবে আছেন আলী ওরফে ফর্মা আলী। বিভিন্ন সময় পুলিশি অভিযানে অনেকে আটক হলেও আলীর সহযোগীতায় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ফুডা দম্পতি। প্রশাসনকে ম্যানেজ করার নামে প্রতিমাসে এই দম্পতীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও সম্প্রতি ঘটে যাওয়া সোলাইমান হত্যাকান্ডের অন্যতম আসমী রবুকে আশ্রয় দেওয়ার অভিযোগ আছে ফর্মা আলীর বিরুদ্ধে। এবিষয়ে কথা হলে কথিত পুলিশের সোর্স আলী বলেন, আমি কোন মাদক ব্যবসায়ীর সাথে আর্থিক সম্পর্কে জড়িত নই। পুলিশ কারো তথ্য চাইলে আমি তাদের সহযোগীতা করি। এছাড়া রবুর সাথে আমার কোন সম্পর্ক নেই রবুর এক সহকারীকে কিছুদিন আগে দেশীয় অস্ত্রসহ পুলিশকে ধরিয়ে দিয়েছি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিন জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ হাসিবুল আলম জানান, এধরনের ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।