টঙ্গীতে হাসপাতালের টেন্ডারে বাধা আটক তিন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জামাদি ক্রয় সংক্রান্ত দরপত্র জমা দেয়ার সময় বাঁধা প্রদানকারী ঘটনাস্থল থেকে তিন টেন্ডারবাজকে আটক করেছেন পুলিশ। রোববার সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফয়েজ আহমেদ রাজু (৩০), ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি (২৫) ও ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজ ওরফে মেহদী মাহফুজ। পুলিশ জানান, রোববার বেলা সাড়ে ১০ টায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। এ সময় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে ফয়েজ আহমেদ রাজু, ইব্রাহিম সানি ও মাহফুজ ওরফে মেহদী মাহফুজ, মুন্না, পারভেজ ঢালী, রিপন সানিসহ তাদের লোকজন নিয়ে দরপত্র জমা দানে বাঁধা প্রদান করে। এ বিষয়ে টেন্ডার জমা দিতে আসা ঠিকাদারী প্রতিষ্ঠান শাখাওয়াত এন্টারপ্রাইজ ও রাজু এন্টারপ্রাইজ টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।