টঙ্গীতে রিকশা চালকের কামড়ে পুলিশসহ আহত ৪
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে দেলোয়ার (৩৮) নামে এক রিকশা চালকের কামড়ে পুলিশের এএসআইসহ ৪ ব্যাক্তি আহত হয়েছেন। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে পুলিশের এএসআই তোফাজ্জল হোসেন (৪০), হাসপাতাল কর্মী মেহেদী হাসান ইমনসহ (২১) চার জন আহত হয়েছেন। ওই রিকশা চালকের কামড় খেয়ে অপর দুই জন আতঙ্কগ্রস্থ হয়ে দ্রæত হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। আহত পুলিশ কর্মকর্তা ও হাসপাতাল কর্মীকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের এএসআই তোফাজ্জল হোসেন জানান, হাসপাতালে লোকজনকে মারধর করছে এবং কামড়াচ্ছে একজন রিকশা চালক। জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে এমন সংবাদ পেয়ে দুপুর ১২ টার দিকে দ্রæত হাসপাতালে ছুটে এসে দেখি হাসপাতালের এক কর্মীসহ ৩ জনকে সে কামড়িয়ে জখম করেছে। লোকজনের সাথে পাগলামী করা অবস্থায় রিকশা চালক সোহরাব কিছুটা আঘাত পেলে তাকে হাতকড়া লাগিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলাম। এসময় সে আচমকা আমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে সজোরে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার রিকশাটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার এসআই ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।