টঙ্গীতে উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের মাঝে রান্না করা খাবার বিতরন
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ রেলওয়ের চলমান উচ্ছেদ কার্যক্রমে বাস্তুচ্যুত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করেছেন গাজীপুর মহানগর তাতীলীগের সভাপতি মোঃ শাহা আলম। বুধবার রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা বেলতলা বস্তি এলাকায় এই খাবার বিতরন করা হয়। এসময় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়। মহানগর তাতীলীগের সভাপতি বলেন, বৈরী আবহাওয়া ও বাস্তুচ্যুত মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছে। তাদের থাকার ঘর নেই, রান্না করার জায়গা নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, এই মানুষগুলো আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। মানবিক কারনে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আমি আশা করি সমাজের বিত্তবানরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ভুক্তভোগী তাছলিমা জানান, আমরা বিগত ৪০ বছর যাবৎ এই এলাকায় বসবাস করছি। হঠাৎ করে আমাদের বাড়ি ছেড়ে দিতে বলায় আমরা আমাদের অভিবাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে বিষয়টি অবগত করি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহ আপনাদের এলাকায় উচ্ছেদ অভিযান হবে না। কিন্তু হঠাৎ করে ৩ দিন পর উচ্ছেদ অভিযান চালনো হয়। এতে করে আমরা প্রয়োজনীয় কোন জিনিসপত্র বের করতে পারিনি। আমার সব সম্বল ধংস হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন যখন সাড়াদেশের গৃহহীন মানুষ ঘর পাচ্ছে আমরা কেন গৃহহীন হবো? মানবতার জননী যে আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দেন।