গাজীপুরে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত ১; আহত ২
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের গার্ডার ছিটকে পড়ে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন । এ ঘটনায় এক পথচারী এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জিয়াউর রহমান (৩০) ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্যশালকুন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বিআরটি প্রকল্পের নিরাপত্তাকর্মীর কাজ করতেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) জাকির হাসান জানান, বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজ চলছিল। টেইলার গাড়িতে করে ফ্লাইওভারের লঞ্চিং গার্ডার নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় লঞ্চিং গার্ডারটি টেইলার থেকে স্লিপ করে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। আহত অপর এক শ্রমিক ও এক পথচারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।