কারাফটকে হাজতির কাছে থেকে মাদক-মোবাইল উদ্ধার।
বি এ রায়হান, গাজীপুরঃ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাজতি বুলবুল ইসলাম ঢাকা জজ কোর্টে মামলার হাজিরা দিয়ে ফেরার পর কারা ফটকে তার দেহ তল্লাশি করে গাঁজা, ইয়াবা ও কিছু ক্যাবলসহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারাগারের ফটকে হাজতির দেহ তল্লাশি করে এসব জব্দ করা হয়। কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাজতি বুলবুল ইসলামকে সকালে হাজিরা দেওয়ার জন্য ঢাকার জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। কারাগারে ঢোকার আগে ফটকে অন্যান্য হাজতিসহ বুলবুলেরও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার লুঙ্গির ভেতরে সেলাই করা কালো কাপড়ের পকেট থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। জেল কোড অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুলবুল ঢাকার দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০১৫ সালর ১৫ জুলাই এখানে স্থানান্তর করা হয়। একই থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।