টঙ্গীতে ইলেকট্রনিকস মার্কেটে ভোক্তা অধিকারের অভিযান
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও অতিরিক্ত দামে চার্জার লাইট এবং ফ্যান বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে টঙ্গী বাজার ইলেকট্রনিকস মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য বিক্রি ও জালিয়াতি করে টেলিভিশনের সফটওয়্যার পরিবর্তন করার অভিযোগে মা মনি ইলেকট্রনিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয় ও সাত দিনের জন্য বিপনন কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়াও বিসমিল্লাহ ইলেকট্রনিক্সকে ২লাখ টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। পরে উৎপাদন, মেয়াদউত্তীর্ণ ও তারিখ জালিয়াতি করে বেকারি পণ্য বিক্রির অপরাধে আল এ্যারাবিয়ান কেক অ্যান্ড সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।