গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযান
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের হোতাপাড়া এলাকায় হুয়া থাই টাইলস নামক একটি টাইলস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ অর্থদন্ড করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে পরিচালিত সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় আব্দুল জব্বার মন্ডল বলেন, হুয়া থাই টাইলস এ অভিনব প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির টাইলস তৈরির জন্য বিএসটিআই প্রদত্ত লাইসেন্স এর মেয়াদ শেষ হয়েছে ৩০ জুন ২০২০। পূর্বেকার লাইসেন্স অনুযায়ী ৩ পরিমাপের টাইলস তৈরির বিধান থাকলেও প্রতিষ্ঠানটি ৫ পরিমাপের টাইলস তৈরি করছে এবং প্রতিটি টাইলসে পরিমাপে কারচুপি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কেন প্রতিষ্ঠানটির এমডি/ প্রোপ্রাইটর এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে আগামীকাল অফিসে তলব করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।