টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১৩
বি এ রায়হান, গাজীপুর: ## গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে স্থানীয় স্টেশন রোড ও হাজীর মাজার বস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। রবিবার দুপুরে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান। গ্রেফতাকৃতরা হলো, সঞ্জিত দাস (২০), মানিক(২০), সাকিব(২৪), আবু কালাম(২৮), আরিফ (২৫), সাব্বির (২০), মধু মিয়া(২৮), রিয়াজ(১৯), স্বপন মিয়া(১৯), জিহাদুল (২৪), সুমন মিয়া (২৬), নাঈম (২০) ও রাফি (১৮)। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানায়, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টঙ্গীর চিহ্নিত ডাকাত দলের ১৩জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০টি চাকু, ১টি দা, ১টি শাবল, ১টি রেঞ্জ, ৯টি বিভিন্ন ব্রান্ডের চোরাইকৃত মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (টঙ্গী জোন) এর সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে টঙ্গীর চিহ্নিত ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে এ ধারা অব্যাহত থাকবে।