টঙ্গীতে কলেজ সংসদে ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
বি এ রায়হান, গাজীপুরঃ--- টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদে ঢুকিয়ে রাকিব (১৭) নামে এক ছাত্রকে বেধরক মারধোরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মিরাজুর রহমান রায়হানের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে কলেজ ছাত্র সংসদে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাকিব পার্শ্ববর্তী একটি কলেজের অধ্যায়নরত আছেন। ভুক্তভোগী ছাত্র রাকিব জানায়, পারিবারিক শত্রুতার জের ধরে বুধবার বিকেল টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল রহমান রায়হানের নেতৃত্বে রবিউল, নিশান, শান্ত, নাঈম, মাজাহারুল, সিয়ামসহ আরো অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী সফিউদ্দিন একাডেমীর সামনে থেকে তাকে জোড় করে টঙ্গী কলেজের ছাত্র সংসদে নিয়ে যায়। এসময় ছাত্র সংসদের বাহির থেকে তালা বন্ধ করে দেয় তারা। পরে সংসদের ভিতরে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে মিরাজ ও তার সন্ত্রাসী বাহিনী। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আমাকে কলেজ থেকে বের করে দেয় মিরাজ। পরে সহপাঠীদের সহয়াতায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহন করি। এর আগেও স্বাধীন নামে এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা মিরাজুর রহমান রায়হানের বিরুদ্ধে। একক আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন সময় নানা অপকর্মে জড়িয়ে আলোচনায় ছিলেন এই ছাত্রলীগ নেতা। এবিষয়ে যোগাযোগ করা হলে, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুর রহমান রায়হান উত্তেজিত কন্ঠে বলেন, সে একজন ছিনতাইকারী ছিনতাইকালে ছোট ভাইরা মেরেছে আমি মারি নাই। এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান বলেন, টঙ্গী সরকারি কলেজের ছাত্র সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ইচ্ছে করলেই কেউ টর্চার সেল তৈরি করতে পারবে না। টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি তদন্ত শুরু করেছে। তদন্তে মিরাজুর রহমান রায়হান যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।