শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই - ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন।
বি এ রায়হান, গাজীপুরঃ--- আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন। এলাকাবাসীকে নিয়ে পরিচ্ছন্ন ওয়ার্ড ঘটন করতে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন এই শিক্ষানুরাগী। তিনি বলেছেন শাসক নয় সেবক হিসেবে ওয়ার্ডবাসীর জন্য কাজ করতে চাই। সকলের সহযোগীতা, ভালবাসা ও সমর্থন নিয়ে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, পরিচ্ছন্ন স্মার্ট ওয়ার্ড ঘটন করতে চাই। ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন স্থানীয় ৫৪নং ওয়ার্ডের সভ্রান্ত মুসলিম পরিবারের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রয়াত হাজী কছিমউদ্দিন মিয়ার কনিষ্ঠ পুত্র। তার বড় ভাই আলাউদ্দিন মিয়া টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে একটি শিক্ষিত সমাজ গঠনের লক্ষে ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন প্রতিষ্ঠা করেছেন হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, হাজী কছিমউদ্দিন কমার্স কলেজ, উজানভানু কওমি মাদরাসা, গাজীপুর পাবলিক মহিলা কলেজ, গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং নর্দান বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউট। এছাড়াও তিনি টঙ্গীস্থ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখান প্রতিষ্ঠার্থে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জনকল্যাণের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন। বর্তমানে তিনি টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সদস্য। করোনাকালীন সময়ে ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিনের নেতৃত্বে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে ৩৫ জনের একটি সেচ্ছাসেবক দল নিয়ে আর্ত মানবতার সেবায় এগিয়ে গিয়েছিলেন। টঙ্গী অঞ্চলের অসংখ্য অসহায়-দারিদ্র্য ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন ত্রাণ, ঔষধ ও সেবা। মৃত্যু ভয়কে উপেক্ষা করে একঝাক নিবেদিত স্বেচ্ছাসেবককে সাথে নিয়ে করোনায় মৃত্যু হয়েছে এমন ১৩জনকে তিনি দাফনের ব্যবস্থা করেছেন। তাদের করোনা জয়ের উদ্যোগ টঙ্গীর সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছিল। এম এম হেলাল উদ্দিন সফল করোনা যোদ্ধা হিসাবে সকলের স্বীকৃতি লাভ করেছেন। ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন আরো বলেন, কথায় নয় কাজে বাস্তবায়ন করতে চায়। মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অঙ্গীকার নিয়েছি। এলাকায় দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চাই। তাদের মূল্যবান ভোটে যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই তাহলে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে ৫৪নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত সমাজে গড়ে তুলবো ইনশাআল্লাহ।