প্রচারণায় এগিয় নাসির, আলোচনায় হেলাল, ট্রাম্প কার্ড আজাদ।
বি এ রায়হান, গাজীপুর:--- আগামী ২৫ ম অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। ৯ মে প্রতিক বরাদ্দের পর আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারনা শুরু করেছে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। ওয়ার্ড ভিত্তিক চলছে মিছিল ও জনসংযাগ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোট প্রার্থনা। দেশের বৃহত্তম এই সিটি কর্পারশন নির্বাচন নিয়ে জনমনে বারছে উত্তেজনা। ব্যাতিক্রম নয় টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ঠেলাগাড়ী মার্কায় নাসির উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার এম এম হলাল উদ্দিন লাঠিম, আজাদ হোসন ট্রাক্টর, আওলাদ হাসন ঝুড়ি ও বিল্লাহ হোসেন মোল্লা ঘুড়ি মার্কায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধীতা করছেন। সরেজমিনে ঘুরে জানা যায়, টঙ্গী অঞ্চলের সৌখিন এলাকা খ্যাত আউচ পাড়া ও খাঁ পাড়া এলাকা নিয়ে গঠিত নগরীর ৫৪নং ওয়ার্ড। প্রায় ৪০ হাজার ভোটার আছেন এই ওয়ার্ড। যার বড় একটি অংশ কর্মসুত্র বিভিন্ন জেলা থেকে এসে এই এলাকায় বসবাস করেন। এইসব ভোটারদের কাছে টানতে তাদের দ্বারে দ্বারে ঘুরছেন কাউন্সিলর প্রার্থীরা। তাদের মধ্যে প্রচার-প্রচারণায় এগিয় আছেন এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমানে ঠেলাগাড়ী মার্কায় কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মোল্লা। সাবেক কাউন্সিলর হওয়ায় জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। তার শাসনামলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হওয়ায় সাধারণ মানুষের পচন্দের তালিকায় তার নামটাই শুনা যায়। অপরদিকে এবারের নির্বাচনে এই ওয়ার্ডে আলাচনায় রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। এলাকাবাসীর মতে ৫৪ নং ওয়ার্ডে শিক্ষা কার্যক্রম ও মসজিদ মাদ্রাসা নির্মাণে ব্যাপক ভূমিকা রাখায় কাউন্সিলর হিসেবে তিনিও আলোচনায় রয়েছেন। এছাড়া মোল্লা পরিবারের দ্বন্দ্বের কারণে সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে সমর্থন দিবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ওয়ার্ডের নির্বাচনে এবার তুরুপের তাস হতে পারেন ট্রাক্টর মার্কা নিয়ে নির্বাচনের মাঠে থাকা প্রার্থী আজাদ হোসেন। পরিবহন মালিক সমিতির নেতা ও বৃহত্তর নোয়াখালীর সন্তান আজাদের রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় বিএনপি সমর্থিত ভোটাররা তাকেই বেচে নেবেন বলে মনে করছেন এলাকাবাসী। এছাড়া পরিছন্ন সমাজকর্মী হিসাবে এলাকায় সুনাম রয়েছে তার। অপর প্রার্থী বিল্লাল হোসেন মোল্লা ঘুড়ি প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যুব সমাজ তার জনপ্রিয়তা থাকলও বিভিন্ন করনে আলোচিত সমালোচিত ছিলেন এই প্রার্থী। সম্প্রতি একটি পোশাক কারখানায় চাঁদাবাজি ও অপহরণ মামলায় আসামি হয়ে বিভিন্ন গণমাধ্যমের শিরানাম হন তিনি। এর আগেও কিশোর গ্যাংয়ের সম্পক্ততার অভিযাগে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় তাঁর বিরুদ্ধে। এছাড়াও ঝুড়ি মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন আওলাদ হোসন। সাংবাদ কর্মী ও সংস্কৃতিমনা মানুষ হিসাবে রয়েছে তার জনপ্রিয়তা। সুশিল সমাজের দৃষ্টি রয়েছে তার দিকেও।