টঙ্গীর তুরাগ তীরে বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান
বি এ রায়হান, গাজীপুর :-- টঙ্গীর তুরাগ তীরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্না স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার। টঙ্গীর পাগাড় এলাকায় অভিযানে নোমান গ্রুপের মালিকানাধীন জাবের অ্যান্ড জোবায়ের ফ্রেব্রিক্স কারখানার দখলে থাকা প্রায় এক কিলোমিটার বেদখল জায়গা উচ্ছেদ করা হয়। এসময় কারখানার সীমানা প্রাচীর, টিনশেডের চিড়িয়াখানাসহ বহুতল ভবন গুড়িয়ে দেওয়া হয়। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, বিনা নোটিশে উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এতে কারখানাটির প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, নোমান গ্রুপের মালিকানাধীন জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স কারখানার সাথে বিআইডব্লিউটিএ'র একটি মামলা গত সাত বছর যাবত আদালতে চলমান ছিল। যার দরুন এই জায়গায় স্টে অর্ডার ছিল। সেই আদেশের সময় শেষ হওয়ার পর হাইকোর্টের রায় নিয়ে আমরা এই অভিযান পরিচালনা করছি। উদ্ধারকৃত এলাকায় জনসাধারণের জন্য ওয়াকওয়ে নির্মাণ করবে বিআইডব্লিউটিএ।