টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে চাঁদা না পেয়ে কামরুজ্জামান (৩৫) নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে স্থানীয় টঙ্গীবাজার এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় সোহেল (৩৫) নামে একজনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযুক্ত সোহেল টঙ্গীর মুন্সী পাড়া লাল মিয়া মাদবর রোডের মোঃ নাসিরের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গীবাজার ভাওয়াল বিপনী বিতান মার্কেটে দীর্ঘদিন যাবৎ ফার্মেসি ব্যবসা করেন কামরুজ্জামান। অভিযুক্ত সোহেল স্থানীয় বখাটে হিসেবে পরিচিত। সেই সুবাদে বিভিন্ন সময় ওক্ত ফার্মেসী সহ বিভিন্ন দোকানে চাঁদাবাজি করতো সে। সোমবার বিকেলে যথারীতি ফার্মেসীতে এসে চাঁদা দাবী করে সোহেল। এসময় ঔষধ ব্যবসায়ী কামরুজ্জামান চাঁদা দিতে অস্বীকার করলে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়ি কুপিয়ে যখম করে সোহেল ও তার কয়েকজন সহকারী। এতে গুরুতর আহত হন ভুক্তভোগী ব্যবসায়ী। এসময় তার আত্ম চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।