প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বারবার এক কথাই বলছে বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে ভারত গিয়েছেন। এই সফর নিয়ে বিএনপি সাংবাদিকদের প্রতিদিন সেই একই কথা বলছে।
শুক্রবার সকালে সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসমময় সাংবাদিকরা ভারত সফর নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে ফখরুল বলেন, বিএনপি সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য আগেই সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
তিনি আবারও বলেন, বাংলাদেশের জন্য প্রধান সমস্যাগুলো সমাধান না করে নতুন করে প্রতিরক্ষা চুক্তি অথবা সমঝোতা স্মারক কোনটাই দেশের মানুষ মেনে নিবে না।
মির্জা ফখরুল বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা, অভিন্ন ৫৪টি নদীর ন্যায্য হিস্যা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ, বাণিজ্য ক্ষেত্রে ট্যারিফ নন-ট্যারিফ সমস্যা নিরসন করাই এখন প্রধান কাজ।
সরকার বলছে ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে উচ্চতর স্তরে। তাহলে এধরনের চুক্তি বা সমঝোতা স্মারক প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী কোন চুক্তি বা সমঝোতা মানুষ মেনে নিবে না বলে জানান ফখরুল।
এসময় তিনি বাংলাদেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দিতে ভারত সহ গণতান্ত্রিক বিশ্ব ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।