মুুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর রক্তে লেখা হয়েছে বাংলাদেশের ইতিহাস: শেখ হাসিনা
মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে দীর্ঘ দিনের চাওয়াটা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
ভারতের দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর এই বিশেষ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বলেন,‘ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান এবং আত্মত্যাগকে স্মরণ করছি। এখানে তাদেরকে শ্রদ্ধা জানানোর বহুদিনের ইচ্ছেটা পূরণ হলো।’
মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদানের কথা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে শেখ হাসিনা বলেন,‘বীর মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের ইতিহাস। তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। দুই দেশের প্রজন্ম থেকে প্রজন্ম তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যাবে।’