চলতি বছরে জিডিপি ৭.৫ অর্জিত হবে; অর্থমন্ত্রী
আব্দুস সাত্তার , সাভার: জাতীয় সম্পত্তির প্রবৃদ্ধি ৭.২ শতাংশ লক্ষ্যমাত্রা থাকলেও চলতি বছরেই সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে জাতীয় সম্পত্তির প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ পূরণ হবে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ।
শনিবার সকালে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের ৪৬ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান প্রবেশিকায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় মন্ত্রী আরও বলেন, গত ৮ বছর আগে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন জাতীয় সম্পত্তির প্রবৃদ্ধি ছিল ৫.৭ শতাংশ। এছাড়া এসময় মন্ত্রী আরও বলেন, নিজের কিছু দোষের কারণে বিদেশে টাকা পাচার হচ্ছে। তবে আগামী ৩ মাসের মধ্যে বিদেশে টাকা পাচার বন্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের এখন একমাত্র প্রতিদ্বন্ধি জঙ্গীবাদ। তবে জঙ্গী দমনে সরকার সচেষ্টা রয়েছে। ফলে জঙ্গীবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের বরনের এই প্রবেশিকা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদসহ বিভিন্ন বিভাগের দুই হাজার দুই’শত নতুন শিক্ষার্থী বৃন্ধ উপস্থিত ছিলেন।