মিশরে আরো একটি গীর্জায় বিষ্ফোরণ
মিশরের একটি গীর্জায় বিষ্ফোরণের কয়েক ঘন্টা পরেই মিশরের উত্তর পােশে আবার আরো একটি গীর্জায় বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, আলেকজান্দ্রিয়ায় সেন্ট মার্ক কপটিক চার্চের সামনে বিষ্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কিছু মানুষ।
সাম্প্রতিক সময়গুলোতে মুসলিম জঙ্গিদের টার্গেটে পরিণত হচ্ছে মিশরের খ্রিস্টানরা।
দ্বিতীয় বিষ্ফোরণটির মাত্র কয়েকঘণ্টা আগেই মিশরের উত্তরাঞ্চলের একটি গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়। আহত হয় প্রায় অর্ধশতাধিক। মিশরের নাইল ডেল্টা অঞ্চলের টান্টা শহরে অবস্থিত সেইন্ট জর্জ কপটিক চার্চে ‘পাম সানডে’ বা জেরুজালেমে যিশু খ্রিস্টের আগমনের স্মরণে একটি ভোজ অনুষ্ঠান চলছিল। ওই ভোজসভা চলার সময় সেখানে বিস্ফোরণ ঘটে।
ধারণা করা হচ্ছে পাম সানডেতে ব্যাপক ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যেই এইসব বিষ্ফোরণ ঘটানো হচ্ছে। প্রথম বিষ্ফোরণের পর সেখানকার প্রাদেশিক গভর্নর আহমেদ দিফ বলেন, হয় বোমাটি কোথাও পুঁতে রাখা ছিলো আর তা না হলে কেউ একজন আত্মঘাতি ছিলো।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল তারেক আতিয়া বলেন, আর কোথাও কিছু আছে কিনা সেই বিষয়ে খোঁজ চলছে।
পোপ ফ্রান্সিসের মিশর সফরের মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন ঘটনায় শোকজ্ঞাপন করছেন পোপ ফ্রান্সিস।