মিশরে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা
মিশরের টান্টা এবং আলেকজান্দ্রিয়ায় দু’টি কপটিক গির্জায় বোমা বিস্ফোরণের পর সারাদেশে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সুরক্ষার জন্য সেনা মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি।
হামলার ঘটনায় মিশরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
জরুরি অবস্থা চলাকালে কর্তৃপক্ষ গ্রেফতারি পরোয়ানা ছাড়াই যে কোনো সন্দেহভাজনকে আটক করতে পারবে এবং যে কারও ঘরে তল্লাশি চালাতে পারবে। তবে জরুরি অবস্থা কার্যকর হওয়ার জন্য আগে পার্লামেন্টে সেটি অনুমোদন পেতে হবে বলে জানিয়েছে বিবিসি।
রোববার মিশরের নাইল ডেল্টা অঞ্চলের টান্টা শহরে অবস্থিত সেইন্ট জর্জ কপটিক চার্চে ‘পাম সানডে’ বা জেরুজালেমে যিশু খ্রিস্টের আগমনের স্মরণে একটি ভোজ অনুষ্ঠান চলছিল। এসময় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়। আহত হয় অন্তত ৭৮ জন।
এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই আলেকজান্দ্রিয়ায় সেইন্ট মার্ক কপটিক চার্চের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও ৩৫ জন।
আলেকজান্দ্রিয়ায় বিস্ফোরণে নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা রয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। একজন আত্মঘাতী গির্জায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় সে বিস্ফোরণ ঘটায়।
জঙ্গি গোষ্ঠী আইএস হামলা দু’টির দায় স্বীকার করে বলেছে, মিশরের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ‘পাম সানডে’র অনুষ্ঠানে হামলাগুলো চালিয়েছে তাদের যোদ্ধারাই। এ ধরণের আরও হামলার হুমকি দিয়েছে তারা।