বরিশালে মঙ্গল শোভাযাত্রায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি
বরিশালে মঙ্গল শোভাযাত্রা করা হলে বোমা হামলা করা হবে বলে সাদা কাগজে জেএমবির নামে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর বরিশাল বিবির পুকুর পাড়ে বিটিভি অফিসে ওই চিঠি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ।
ঘটনার সত্যতা স্বীকার করে চারুকলার কর্মকর্তা ও ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি সুশান্ত ঘোষ বলেন, খামের উপর তার ও চারুকলার আরেক কর্মকর্তা এবং উদীচীর সভাপতির নাম লেখা ছিল। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করলে পুলিশ কমিশনার তাদের কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। এই পরামর্শ পেয়ে দুপুরে তিনি সাধারণ ডায়েরি করেন।
চিঠির ব্যাপারে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার রুহুল আমীন চ্যানেল আই অনলাইনকে বলেন, চিঠি কে বা কারা দিয়েছে তা আমরা এখনো নিশ্চিত নয় তবে আমরা এ ব্যাপারে তদন্ত শুরু করেছি এবং পুলিশ এ ব্যাপারে খুব তৎপর রয়েছে। মঙ্গল শোভাযাত্রার কোন বাঁধা নেই। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো।
চিঠিতে মঙ্গল শোভাযাত্রা হিন্দু সংস্কৃতি বলে তা পালন না করার জন্য বলা হয়। আর এই শোভাযাত্রার জন্য চারুকলা ও উদীচীকে দায়ী করা হয়।