কাপাসিয়ায় মাস ইল সমস্যায় অর্ধশত শিক্ষার্থী অচেতন
আসাদুল্লাহ মাসুম/কাপাসিয়ায় (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা হরিমঞ্জরি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী মাসইল সমস্যায় বিদ্যালয় শ্রেণি কক্ষে অচেতন হয়ে পড়ে যায়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় শ্রেণি কক্ষে এ ঘটনা ঘটেছে। এতে বিদালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ মালেক জানান, গত সোমবার দৈনিক সমাবেশের পর ১২/১৩জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার ১১টার দিকে প্রথম ক্লাস শুরু হলে শ্রেণি কক্ষে এক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের একাধিক শ্রেণি কক্ষে ২০/২৫ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। এতে আমরা বিচলিত না হয়ে শিক্ষার্থীদের চোখে পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। পরে পাশ্ববর্তী সাফামারওয়া জেনারেল হাসপাতাল, পল্লী মডিউল ক্লিনিকসহ আরও কয়েকটিতে চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন সুস্থ হয়ে উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার (আরএমও) হাসান জামিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিব হাসান বিদ্যালয় পরিদর্শন করেছেন।
ডা. মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের মাসইল হয়েছে। এটা কোনো গুরুতর সমস্যা নয়। এটা মূলত একজন পরে গেলে আর অনেকেই পড়তে থাকে। তবে প্রথম শিক্ষার্থী শারীরিক অপুষ্টিজনিত কারণে পড়ে থাকতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাসান জামিল বলেন, মানসিক সমস্যার কারণে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়তে পারে। তবে এতে আতংকিত হওয়ার কোন কারণ নেই। পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার খেলে শিক্ষার্থীরা দ্রুত আরোগ্য লাভ করবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল জানান, এ ঘটনায় আমি বিদ্যালয় পরিদর্শন করেছি। কতৃপক্ষে সমন্বয়ে অর্ধদিবসের পর ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকালও বন্ধ থাকবে।
বড়চালা আমির উদ্দিন দাখিল মাদরাসা সহকারি শিক্ষক আসাদুল্লাহ মাসুম জানান, গতবছর কিত্তুনিয়া ইউসুব আলী উচ্চ বিদ্যালয়ে একই ধরনের ঘটনা ঘটেছে। এছাড়া বীর উজলী উচ্চ বিদালয়, পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাত এর শব্দে একের পর এক শিক্ষার্থী শ্রেণি কক্ষে পড়ে যায়।