ফেনীতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর হামলা ও অপহরণের চেষ্টা
ফেনী প্রতিনিধি :
সংবাদ প্রকাশের জের ধরে ফেনী রিপোর্ট ও প্রথম সংবাদ সম্পাদক ও ফেনী অনলাইন প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলীর উপর হামলা ও তাকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক আ’লীগ নামধারী।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। হামলাকারী ওই ইউনিয়নের চিহ্নিত বখাটে ও আ’লীগ নামধারী গজারিয়া গ্রামের মৃত নুর আহম্মদের পুত্র এলাকার বহু অপকর্মের হোতা নুর নবী এবং তার ভাই নুরুল আমিন।
গত সোমবার ফেনী রিপোর্ট ডট কম-এ ‘পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন আ’লীগের বিরদ্ধে মিথ্যাচারের অভিযোগ’শিরোনামে একটি সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার দিন সন্ধ্যার দিকে সাংবাদিক ইউসুফকে গজারিয়া বাজারে একা পেয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা নবী ও তার ভাই নুরুল আমিন অজ্ঞাত সন্ত্রসীদের নিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় সে বাধা দিলে তার উপর ছড়্ওা হন তারা ।
সাথে সাথে স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন এগিয়ে এসে ইউসুফকে তাদের হাত থেকে উদ্ধার করে। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল গজারিয়া বাজারে হাজির নবীকে আটক করে। এসময় তার ভাই নরুল আমিন পালিয়ে যায়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান ঘটনাস্থলে এসে পরবর্তীতে তার নিজের জিম্মায় নুর নবীকে থানায় হাজির করার শর্তে ওই সময় পুলিশের হাত থেকে তাকে রক্ষা করে।
এ ঘটনায় ইউসুফ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। দাগনভূঞা থানার অফিসার মুরাদ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ফেনী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ক্লাব সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার এক বিবৃতীতে এ নিন্দা জানান। নেতৃবৃন্দ হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ হামলায় জড়িতদের দ্রুততম সময়ে মধ্যে গ্রেপ্তার দাবী করেছে ফেনী অনলাইন প্রেস ইউনিটির নেতারা।ইউনিটির সভাপতি জাহাঙ্গীর কবির লিটন, সহ-সভাপতি এম শরীফ ভূঞা, যুগ্ন সম্পাদক ছিদ্দিক আল মামুন ও কোষাধ্যক্ষ আবুল হোসেন রিপন এক বিবৃতীতে এ নিন্দা ও গ্রেপ্তার দাবী করেন।