খালি হাতে ভারত থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী: বেগম জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু আশ্বাস নিয়ে খালি হাতে ভারত থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, শুধু দেয়ার আর কিছু না পাওয়ার চরম ব্যর্থ একটি সফর ছিল প্রধানমন্ত্রীর ভারত সফর।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দু’দেশের মধ্যে অনেকগুলো চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছেন। সেই সব বিবরণ প্রকাশ করা হয়নি। সফরের আগে তিনি কোনো রাজনৈতিক ও নাগরিক সমাজের সাথে আলাপ-আলোচনা করেননি।’
তিনি আরও বলেন, ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা, গঙ্গা ব্যারেজ প্রকল্প, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর থেকে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার মতো বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলোতে এই সফরের কোনো অগ্রগতি হয়নি। বরং প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস দিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে।’