জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার রাত ১০টায় তাদের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের কথা নিশ্চিত করেন সিনিয়ন জেল সুপার মিজানুর রহমান।
তাদেরকে একই ফাঁসির মঞ্চে পাশাপাশি ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়।
সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালে হত্যা চেষ্টার অভিযোগে আদালতের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানান মিজানুর রহমান।
এর আগে কারাগারের ভেতরে প্রবেশ করে দু’টি অ্যাম্বুলেন্স। রাত সোয়া ৮টার দিকে কারাগারের ভেতরে যান আইজি (প্রিজন)। সেখানে বিকেল থেকেই ছিলেন ঢাকা জেলার কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) তৌহিদুল ইসলাম। আরো ছিলেন কারা অধিদফতর ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
দুজনের ফাঁসি কার্যকরের জন্য বুধবার দুপুর থেকেই কারাগার ও আশেপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা মুফতি হান্নান ও বিপুলকে রাখা হয় এ কারাগারের কনডেম সেলে।