কাপাসিয়ায় রাস্তা সংস্কার দাবী শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন সড়ক অবরোধ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রগতিশীল নাগরিক সমাজ ও এলাকাবাসী কাপাসিয়া থেকে দস্যানারায়নপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সামনে রাস্তায় এ কর্মসূচী পালন করে।
বিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী আল আমীন ও দশম শ্রেণির শিক্ষার্থী ইমন জানান, এ রাস্তা দিয়ে হাঁটা যায়না। অনেক দিন ধরে কষ্ট করছি। তাই মানববন্ধন করছি।
মাসুদা জানায়, এই রাস্তায় ভাড়া বেশি। দুর্ভোগ বেশি। রাস্তা সংস্কার হওয়া জরুরী।
স্থানীয় কৃষক মজিবুর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, সরকার রাস্তা করুক না হইলে আমাদের মাইরা ফেলুক। দুইটার একটা। আর কষ্ট করতে পারবনা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী এস এম খাইরুননাহার, তাওহীদ হোসেন মিন্টু, সিপিবি কাপাসিয়া শাখার সম্পাদক কমরেড ছিদ্দিকুর রহমান ফকির, কমরেড জাহাঙ্গীর হোসেন, মজিবুর রহমান, উদীচী কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, সহ সাধারণ সম্পাদক মন্জুরুল হক প্রমুখ।
উল্লেখ্য, কাপাসিয়া থেকে দস্যুনারায়নপুর সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য এর আগেও পথসভ ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্টি পার্টি, রক্তদান সেবা সংঘ, উদীচী শিল্পীগোষ্ঠী, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, প্রগতিশীল নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী।