শ্রীপুরে ফোম কারখানায় আগুন
টি.আই সানি, গাজীপুর Channel 4TV :
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে একটি ফোম তৈরিকারখানায় আগুন । বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সায়টালিয়া গ্রামে অরবিট পলিমা নামক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার প্রোডাকশন ম্যানেজার সামিউল ইসলাম জানান, সকালে থেকেই ভাল কাজ করতেছিল সকল শ্রমিকেরা, দুপুর ২টার দিকে পি-ফোম এক্সটোডার নামক মেশিনটি রানিং ছিলো,ঘর্ষন হওয়ার কারনে,হঠাৎ বিকট শব্দে আগুনের ফুলকি ফোম এর উপর পরায় দ্রুত আগুন কারখানার ভিতরে ছড়িয়ে পরে। আগুন লাগার সাথে সাথে মাওনা ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়,কিন্তু ফায়ার সার্ভিস দেরি করে আসাতে কারখানার সকল মালা মাল পোড়ে যায়।
অরবিট পলিমা কারখানার ডেলিবাড়ি লজস্টিক ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, নামাজ শেষ করে দুপুরের দিকে কারখানার ভিতরে ছিলাম, কিন্তু হঠাৎ বিকট শব্দ হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে কারখানার বিভিন্ন ফ্লোর থেকে বাহিরের দিকে আসতে থাকে। কারখানায় ৬০জন শ্রমিক কর্মরত রয়েছে। তবে কোনো শ্রমিকের হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আগুন লাগার প্রায় ৪০ মিনিট পরে আশার কারনে,আমাদের সকল মেশিন পোড়ে গেছে, কিছুই ভের করতে পারিনি।আগুন লাগার সাথে সাথে মাওনা ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আসতে দেরি করেছে, যার কারনে কিছুই ভের করতে পারিনি।
মাওনা ফায়ার সার্ভিস কর্মকর্তা জিহাদ হোসেন জানান, কারখানার একটি মেশিন ঘর্ষনের কারনে এ ঘটনা ঘটেছে। এতে কোনো হতা হতের ঘটনা ঘটেনি,এখনি ক্ষয় ক্ষতির পরিমান বলা যাচ্ছেনা।