মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুজন চাঁদাবাজ নিহত। অস্ত্র গুলি ও বোমা উদ্ধার। ৪ পুলিশ সদস্য আহত
আল-আমীন সিনিয়র স্টাফ রিপোটার :
মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুজন চাঁদাবাজ নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৩ টার দিকে মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি বোমা ও দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জন পুলিশ আহত হয়েছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় চাঁদাবাজরা উপস্থিতি টের পেয়ে পুলিশ কে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুজন চাঁদাবাজ কে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজন চাঁদাবাজ কে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে দুটি শক্তিশালী বোমা,একটি এলজি শার্টারগান, দু রাউন্ড গুলি ও দুটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন আরো জানান,এসআই শংকর কুমার ঘোষ,এএসআই রফিক,কনষ্টেবল মতিউর,কনষ্টেবল খাইরুল আহত হয়েছে। আহতদের গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিব উদ্দীন জানান,হাসপাতালে আসার পূর্বের তাদের মৃত্যু হয়েছে।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/13JEVD1av70" frameborder="0" allowfullscreen></iframe>