নববর্ষে নতুন রূপে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস
নতুন ১০টি বগি নিয়ে নববর্ষে নতুন রূপে যাত্রা শুরু করলো ঢাকা-কোলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস। আগে যেখানে ৩টি বগি শীতাতপ নিয়ন্ত্রিত ছিলো, এখন দশটি বগিতেই সেই সুবিধা। এছাড়াও রেল-সার্ভিসটিতে বেড়েছে বিভিন্ন সেবার মান। সকালে দু'দেশের রেলমন্ত্রী দু'দেশ থেকে ছেড়ে আসা ট্রেন দুটির উদ্বোধন করেন।
নতুন বছরের নতুন উপহার। সম্পূর্ণ শীতাতপ সুবিধা যুক্ত হলো ঢাকা-কলকতা রুটের যাত্রীবাহী মৈত্রি এক্সপ্রেসের দুটি ট্রেনেই।
শুক্রবার সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবল হক। তিনি বলেন, নতুন রূপের এই মৈত্রী এক্সপ্রেস প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য পহেলা বৈশাখের উপহার।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিডিও কনফারেন্সে কোলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেসটির উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু। শীতাতপ সুবিধা ছাড়াও ট্রেন দুটিতে বেড়েছে আগের তুলনায় বিভিন্ন সেবার মান। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দু'দেশের যাত্রীরাই।
২০০৮ সালের এই দিনেই ঢাকা-কলকতা রুটে প্রথম যাত্রীবাহী ট্রেনের সূচনা হয়। গত ৯ বছরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠে এই সার্ভিসটি।