সাভারে চলছে বৈশাখের ‘বইজান্তার বইমেলা’
সাভারে বাংলা নববর্ষ উপলক্ষে এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘বইজান্তার বইমেলা’। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মেলাটির তৃতীয় দিন চলছে শনিবার।
‘বই এর সাথে পাঠকের নাড়ীর টান ভালো থাকুক-বেঁচে থাকুক। বই এর সাথে বই প্রেমীরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক-বাঁধা থাকুক’ এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় চারদিনব্যাপী এই বইমেলা। সাভারের নামা বাজার সংলগ্ন পঞ্চবটী আশ্রম প্রাঙ্গণে অন্যান্য বছর সাধারণ বৈশাখি মেলা অনুষ্ঠিত হলেও এই প্রথম তার বদলে একটি বইমেলা হচ্ছে।
বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক, নাট্যকার এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে বইমেলাটির উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন ‘অন্য প্রকাশ’ প্রকাশনীর কর্ণধার এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মজহারুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ইমদাদুল হক মিলন আয়োজক সংগঠন ‘বইজান্তা’র সদস্যদের উদ্দেশ্যে বলেন,
‘আমি শুনেছি, তোমাদের নানা জায়গা থেকে এই বইমেলা আয়োজন করতে বাধা দেয়া হয়েছে, তোমরা কষ্ট করেছো এবং নিজেদের পকেটের পয়সা দিয়ে এ আয়োজন করেছো। এটা অনেক বড় একটি কাজ। আমি বিশ্বাস করি, আমাদের দেশে যত বড় বড় কাজ হয়েছে তা সব তরুণরাই করেছে।’
তরুণ আয়োজকরা এবারের মতোই প্রতি বছর চমৎকারভাবে এমন বইমেলা আয়োজন করবে এবং এলাকার প্রতিটি স্কুল, কলেজ ও বাড়িতে গিয়ে বইমেলা থেকে বই সংগ্রহের আমন্ত্রণ জানাবে বলে আশা প্রকাশ করেন ইমদাদুল হক মিলন।
বাংলা একাডেমি, বেহুলা বাংলা, তাম্র লিপি, আদর্শ, বিদ্যা প্রকাশ, অনার্য্য পাবলিকেশনস লিমিটেড, বিজয় প্রকাশ, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, অন্বেষা প্রকাশন, দি স্কাই পাবলিশার্স, প্রথমা প্রকাশন,
পার্ল পাবলিকেশন্স, শোভা প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, জার্নিম্যান বুকস, সাহিত্য বিকাশ, অন্য প্রকাশ, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউজ, এশিয়া পাবলিকেশন্সসহ ৪১টি বইয়ের স্টল রয়েছে এই বইমেলায়।
এছাড়াও শিশুদের বিনোদনের উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে নাগরদোলা, ঘূর্ণয়মান ট্রেনসহ নানারকম বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।
১৬ এপ্রিল পর্যন্ত চলবে বইমেলাটি।