গাজীপুর জেলার বিভিন্ন এলাকা মারাত্মক দূষণের শিকার
মারাত্মক দূষণের শিকার রাজধানীর অদূরে গাজীপুর জেলার বিভিন্ন এলাকা। কলকারখানার রাসায়নিক দ্রব্য মিশ্রিত দূষিত বর্জ্যে পরিবেশ দূষণের পাশাপাশি ব্যবহারের অনুপযোগী হচ্ছে অনেক জলাধার। বর্জ্য পরিশোধন ব্যবস্থা থাকলেও অনেক কারখানা তা ব্যবহার করছেনা বলে অভিযোগ এলাকাবাসীর।
এই দূষণে পুরো এলাকাই বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বেশ কিছু ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
'খুবভালো পানি পেতাম। মাছ মারতাম। এখন খালের মাঝে বিভিন্ন ফ্যাক্টরি থেকে ময়লা ফেলায় এখন আর মাছ মারতে পারি না।' পেছনের এই খালটির সুদিনের কথা জানাচ্ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকার এক বাসিন্দা।
শুধু এই এলাকাই নয় উপজেলার দক্ষিণ ভাংনাহাটিসহ সবুজ অরণ্যে ঘেরা বেশ কিছু এলাকার প্রতিটি খালের চিত্র এখন একই রকম। বছর দশেক আগে এসব খালের পাশে বেশ কয়েকটি শিল্প কারখানার কার্যক্রম শুরুর পর থেকেই তাদের রাসায়নিক দ্রব্য মিশ্রিত দূষিত বর্জ্য ফেলা হচ্ছে এসব খালে। খালের মাধ্যমে দূষিত বর্জ্য গিয়ে পড়ছে নদীতে।
খুব বেশিদিন আগের কথা নয়, যখন খালটির দুপাশের জমির ফসল ফলতো এই খালেরই পানিতে। কিন্তু শিল্প কারখানার দূষণের ফলে খালটির পানি এখন সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপোযোগী। যে শিল্প আশীর্বাদ হয়ে এসেছিলো সেটি যেনো গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে জেলা বাসীর। তাই পরিবেশবিদরা বলছেন দ্রুত এ দূষণরোধ করা না গেলে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে এসব এলাকার পরিবেশ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন, যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, 'খালের মত, জলাশয়ের মত প্রাকৃতিক ঐশ্বর্যকে জবাই করার ব্যবস্থা করছে। সাত থেকে দশ বছরের মধ্যে নদী ভিত্তিক শিল্প, নদী ভিত্তিক কৃষি, নদী ভিত্তিক জীবন সম্পূর্ণভাবে বিপন্ন হবে।
দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনাসহ বেশ কিছু ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলার প্রশাসক ।
গাজীপুর জেলার প্রশাসক এস এম আলম বলেন, 'প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট করে যাচ্ছি এবং এর মাধ্যমে আমরা জেল জরিমানা করছি। কোথাও কোথাও তাদেরকে মুসলিকা দিয়ে ছেড়ে দিচ্ছি। গাজীপুরকে একটি পরিবেশ বান্ধব জেলা গড়ার জন্য আমরা গ্রীন গাজীপুর নামে ব্রান্ডিং করেছি।
গাজীপুর জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে গাজীপুরে ছোট বড় প্রায় সাড়ে ৬ হাজার শিল্পকারখানা রয়েছে যার একটি বড় অংশই তৈরি পোশাক কারখানা এবং পোশাক শিল্পসহযোগী কারখানা।