শৈলকুপায় রাজাকার-আলবদরের বিচারের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ :
মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজাকার ও আলবদরের বিচারের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কবিরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যেসব রাজাকার ও আলবদররা মানববতা বিরোধী অপরাধে জড়িত ছিলো তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার হওয়া দরকার। সেই সাথে মুক্তিযোদ্ধাদের গেজেট থেকে রাজাকার ও আলবদরদের নাম বাদ দিতে হবে। যেসকল ভূয়া মুক্তিযোদ্ধারা ইতোমধ্যে তালিকা থেকে বাদ পড়েছে ও বেতন ভাতা বন্ধ হয়েছে তাদের নাম রাজাকারের তালিকায় লিপিবদ্ধ করার দাবী জানান।