মুন্সীগঞ্জে পরীক্ষা চলাকালিন স্কুল মাঠে চলছে অবৈধ মেলা জুয়ার আসর
মুন্সীগিঞ্জ প্রতিনিধি Channel 4TV :
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল হাইস্কুল মাঠে পরীক্ষা চলাকালিন সময়ে অবৈধ ভাবে বৈশাখী মেলা ও জুয়ার আসর স্থাপন করা হয়েছে। পহেলা বৈশাখ থেকে এখানে মেলা চলমান রয়েছে। গত দুইদিনে মেলায় হাতাহাতিসহ আগতদের মধ্যে দুইদফা সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। হাতিমার পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় কয়েকজন যুবক এ মেলা স্থাপন করে বলে জানিয়েছে এলাকাবাসী। মেলার নামে কয়েকটি দোকান ঘর তৈরী করে জুয়ার আসর চালানো অভিযোগ করেছেন অনেকে। স্থানীয় ছাত্রলীগ ও তরুণলীগ নেতা শিপু ও শিপন স্কুল কমিটি ও প্রশাসনের অনুমতি ব্যতিত এখানে পসরা বিক্রেতাদের নিকট হতে লক্ষাধিক টাকা নিয়ে প্রতিবছরের ন্যায় এবারো অবৈধ মেলা স্থাপন করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক বৃদ্ধ জানান। এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে মেলা হওয়ায় এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে। এছাড়াও উচ্চ সরে মাইক বাজিয়ে অতিষ্ঠ করে তোলেছে এলাকাবাসীকে। এ বিষয়ে জানতে চাইলে রামপাল স্কুলের প্রধান শিক্ষক এনামূল হক জানান,স্কুলের ছেলে মেয়েদের পরীক্ষা চলছে। মাঠে মেলা হচ্ছে তবে অনুমোদন হয়েছে কিনা তাও আমাদের জানানো হয়নি। জানতে চাইলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: জায়েদুল আলম পিপিএম আশ্বাস দিয়ে বলেন,অবৈধভাবে কোন মেলা হলে প্রয়োনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। মেলা বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ্ত কামনা করছেন এলাকাবাসী।