সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহবান : উপজেলা চেয়ারম্যান
চট্টগ্রাম ব্যুরো Channel 4TV : মোহাম্মদপুর সরকারী প্রাথমীক বিদ্যালয়ের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সকল ছাত্র ছাত্রীর মাঝে উপস্থিত আলোচনার মাঝে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই উক্তিটির যথাযথ উদাহরন হিসেবে তিনি স্বাধীন বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আর্দশের কথা তুলে ধরেন। তিনি তার কথায় আরো বলেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন তা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে সেই বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছেন। আমরা সেই পথযাত্রার সবাই সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নেপোলিয়ান বলেছেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। বর্তমান সরকার সকল স্তরের শিক্ষার্থীদের জন্য যে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন, তা আমাদের দেশের ইতিহাসে বিরল। বর্তমানে ২৬হাজার বিদ্যালয়কে জাতীয় করন করেছেন। প্রত্যেক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে নতুন ভবন করছেন। ল্যাপটপ প্রজেক্টর দিয়েছেন। আজকের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে প্রস্তুত থাকার আহবান জানান। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতি জামাল উদ্দিন মেম্বার, প্রধান অতিথি দিদারুল কবির রতন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম ভূইয়া, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন বি,কম, দাগনভূইয়া থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামান্না আক্তার।