চট্টগ্রামে মুখোমুখি হচ্ছেন মহিউদ্দিন-নাছির
এম. রফিকুল ইসলাম(চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : বন্দর নগরী চট্টগ্রামে ক্ষমতাসীন দলের দুই নেতার ‘কাদা ছোড়াছুড়ি’ থামেনি। বরঞ্চ তাদের বিরোধের আগুন ছড়িয়ে পড়েছে কর্মীদের মধ্যে। এ অবস্থায় নগরীর শহীদমিনার চত্বরে মুখোমুখি হচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ কর্মসূচি নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি শোডাউনের প্রস্তুতি। এতে দুপক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন নগর আওয়ামী লীগ নেতারা।
‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষে শহীদমিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করছে নগর আওয়ামী লীগ। প্রকাশ্যে ‘দুই মেরুতে অবস্থান নেয়া’ মহিউদ্দিন চৌধুরী ও মেয়র নাছির দলীয় এ কর্মসূচিতে একমঞ্চে আসছেন। নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, উত্তেজনা তো একটু থাকবেই। তবে দুই নেতার মধ্যে বিরোধ সৃষ্টি হলেও সংগঠনের অন্য দায়িত্বশীল নেতারা সংযত আছেন। আমরা যতটুকু সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করবো।
নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট চন্দর ধর বলেন, এ সভাটা নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি। কেননা দুই নেতার কর্মীদের মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে। সভায় পাল্টাপাল্টি সেøাগানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যেতে পারে।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মহিউদ্দিনের দিকে তার স্ত্রী (শাহেদা মহিউদ্দিন) ‘হত্যার’ অভিযোগের তীর ছোঁড়ার পর তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ওপর চটেছেন মহিউদ্দিনের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। ফেসবুকে হাসনীকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক ও নেতিবাচক স্ট্যাটাস দিচ্ছেন তারা।
কাল শহীদমিনারের সভায় কাউন্সিলর হাসনী ছাত্রলীগের এসব নেতাকর্মীর রোষানলে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন নগর আওয়ামী লীগ নেতারা।
অপরদিকে গত রবিবার নগরীর লালদীঘির মাঠে সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরকে খুনি অভিহিত করে তার বিরুদ্ধে ১২টি খুনের অভিযোগ করা নিয়েও তার অনুসারী ছাত্রলীগ কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারাও মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।