মুন্সীগঞ্জ তিতাস গ্যাস অফিসের সহকারী ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি Channel 4TV : মুন্সীগঞ্জ তিতাস গ্যাস অফিসের সহকারীব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সূত্রে প্রকাশ, রবিবার সকাল ১১টার সময় ওয়াল্ড হিউম্যান রাইটস রিপোটারর্স সোসাইটির নামে (মানবাধিকার) সংগঠনের নেতৃবৃন্দ ওমিডিয়া কর্মীরা মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের মালিগাও এলাকায় অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায় ঐএলাকার প্রায় অসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন সহকারী ব্যবস্থাপক মোঃ মজিবুর রহমান এবং মালিগাও গ্রামের মনসুর নামের এক দালাল যোগসাজের মাধমে এই অবৈধ সংযোগটি সার্ভিস দিয়ে গোপনে মাসিক বিল উত্তোলন করে আসছেন ২০১৫ সালের অক্টোবর মাস থেকে।ভুক্তভোগিদের মাঝে মহসিন দেওয়ান, আলী দেওয়ান, ইকবাল দেওয়ান, মুরর্শেদ দেওয়ান, মনির দেওয়ান, ওলি মিয়া, সোলেমান দেওয়ানসহ অসংখ্য গ্যাস ব্যবহারকারী অভিযোগ করেন যে, আমাদের কাছ থেকে প্রতি চুলার জন্য এক লক্ষ্য টাকা নিয়েছেন মজিবুর রহমান ও দালাল মুনসুর হাওলাদার।দেড় বছর পার হলো আমরা কোন বই পাইনি অথচ ঐ ঘুষখোর অফিসার ও দালাল মুনসুর হালদার এসে আরো একলাখ করে টাকা দেওয়ার জন্য প্রতিনিয়তই চাপ দিচ্ছে আমরা বই চাহিলে বলে আবার টাকা দেন বৈধলাইন ও বই পাবেন আগে যে টাকা দিয়েছেন সেই টাকাতো অফিসের বসদের কে দিতে হয়েছে। আর যদি টাকা না দেন তাহলে আমরা পুলিশ দিয়ে আপনাদের ধরিয়ে দিবো এমন হুমকি ধমকি দিয়েছেন ও দিয়ে আসছেন তিতাস গ্যাস অফিসের সহকারী ব্যবস্থাপক মজিবুর রহমান ও দালাল মুনসুর হাওলাদার।ভুক্তভোগিরা আরো জানান আমরা টাকা দিয়েছি বৈধ সংযোগের মাধ্যমেগ্যাসের অথচ কোন কাগজপত্র না দিয়ে বলে অবৈধ, আমরা ঐ অফিসার ও দালাল মুনসুরের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করব।এ ব্যপারে তিতাস গ্যাস মুন্সীগঞ্জ অফিসের ব্যবস্থাপক শহিরুল ইসলাম খান বলেন আমি সরে জমিনে গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করব।