প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মাসেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে
রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি Channel 4TV :
মুন্সীগঞ্জে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীশেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মাসেতু নির্মাণকাজ সম্পন্ন হবে। এ পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের ৪২ ভাগ কাজ শেষ হয়েছে।মুন্সীগঞ্জের লৌহজং উপজলার কুমারভোগ এলাকায় রোবাবর বেলা সাড়ে১১ টার দিকে পদ্মাসেতু প্রকল্পের পুর্নবাসন সাইটসমূহের ৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি স্বাস্থ্য কেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ওবায়েদুল কাদের এ সব কথা বলেন।তিনি আরো বলেন, প্রকল্পের পুর্নবাসন সাইটসমূহের ৪টি প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গত ১ মার্চ শুরু হয়েছে এবং ৫টি স্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসা কার্যক্রম ১ এপ্রিল শুরু হয়েছে। আজ আনুষ্ঠানুকভাবে এসব প্রতিষ্ঠানের উদ্বোধন করা হলো।মন্ত্রী বলেন, এ পর্যন্ত মূল সেতুর ৬২টি পাইল ড্রাইভ সম্পন্নহয়েছে। এরমধ্যে জাজিরা প্রান্তে ৩৮টি, মাওয়া প্রান্তে ১৪টি ওট্রানজিশন পিয়ার ১০টি। সেতুর মোট ৪১টি স্প্যান বসবে। এরমধ্যে৭টি স্প্যান বা সুপার স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। এছাড়াও ১২টি স্প্যান তৈরির কাজ শেষ হয়েছে, যা চীন থেকে শ্রীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছবে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি ও সেতু মন্ত্রণালয়ের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম, ইঞ্জিনিয়ার দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী (পুর্নবাসন প্রকল্প) তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী(পদ্মা) শারফুল ইসলাম, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, জেলা প্রাথমকি শিক্ষা অফিসার পঞ্চানন বালা, লৌহজং উপজেলা চেযারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার প্রমুখ