ভিকারুননিসা’র বর্ষবরণ
নেচে গেয়ে বাংলা নতুন বছর ১৪২৪ কে বরণ করে নিল ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবছর এ ধরণের অায়োজন থাকলেও এবারই মঙ্গল শোভাযাত্রা এর সঙ্গে যোগ করেছে ভিন্নমাত্রা।
সব অকল্যাণ আর অশুভকে দুর করার প্রত্যয় নিয়ে স্কুলের ৮ নং গেট থেকে সকাল ৯টায় শুরু হয়ে এ শোভাযাত্রা বেইলি রোড, ডিএমপি হেডকোয়াটার, অফিসার্স ক্লাব ঘুরে স্কুল প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। শিক্ষক শিক্ষার্থীরা রংবেরংয়ের শাড়ি, চুড়ি ও টিপ পরে এ শোভাযাত্রায় অংশ নেন। দীর্ঘ ১ মাস ধরে শিক্ষার্থীদের তৈরী করা বাহারি রঙের ব্যানার, ফেস্টুনগুলো বর্ণিল করে তোলে শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে সবাই মিলিত হন স্কুল প্রাঙ্গণের ঐতিহ্যবাহী শিরিষ গাছতলায়। সেখানের বেদীতে শিক্ষার্থী -শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল গান, আবৃত্তি, নাচ। দেশীয় ঐতিহ্যবাহী খাবার মুড়ি মুড়কি আর মোয়া দিয়ে আপ্যায়ণ করা হয় সবাইকে।
ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা সঙ্গীতা ইমাম চ্যানেল আই অনলইনকে বলেন, ‘অশুভকে দুর করে নতুন বছরে নতুন করে সবকিছু সাজিয়ে তুলতে প্রতিবছরই আয়োজন করা হয় এমন অনুষ্ঠানের। এদিন শিরিষগাছতলা মিলনমেলায় পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থীদের। প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে চারপাশ। ’
প্রতিবছরই দিনটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন শিক্ষার্থীরা।