ভুটান সফরে প্রধানমন্ত্রী
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা পৌণে ১২টার দিকে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও থিম্পুতে ঢাকার রাষ্ট্রদূত যিষ্ণু রায় চৌধুরী। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থিম্পুর লো মেরিডিয়ান হোটেল যাবেন এবং সেখানেই অবস্থান করবেন। এরপর, ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। বৈঠকে ৬টি সমঝোতা চুক্তি সইয়ের কথা আছে। এর আগে, সকাল পৌণে ১১টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।