প্রতিটি বাসস্ট্যান্ডে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে বাসের জন্য। ভিড়ের কারণে ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। অভিযোগ রয়েছে, বিআরটিএর অভিযানের কারণে অনেক পরিবহন মালিক রোববার থেকেই বাস-মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন। যদিও অভিযানের ভয়ে রাস্তায় বাস না নামালে রুট পারমিট বাতিলের ঘোষণা দিয়েছে বিআরটিএ। রাজধানীতে মিনিবাসের ন্যুনতম ভাড়া ৫ টাকা আর বড় বাসে ৭ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও তা মানা হচ্ছে না।
যাত্রীদের দাবি, তাদের কাছ থেকে আগের মতোই সিটিং বাসের ভাড়া নেয়া হচ্ছে। তাই প্রতিটি বাসে ভাড়ার তালিকা টানিয়ে দেয়ার দাবি যাত্রীদের।
রাস্তায় বাস কম, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীতে সিটিং বাস বন্ধের তৃতীয় দিনেও চলছে ভোগান্তি। রাস্তায় পর্যাপ্ত বাস না থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। সেই সাথে আছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ।