'ধান-চাল সংগ্রহ অভিযান সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে'
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বোরো মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহের অভিযান সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে এবং এই অভিযানে কেউ কোনো ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সভায় একথা বলেন তিনি। এই প্রক্রিয়ার সাথে জড়িত কোনো কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, 'আমরা প্রান্তিক কৃষকদের থেকে ধান কিনতে চাই। চব্বিশ টাকা ধানের দাম ধরা হয়েছে। কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্যই আমাদের এই পদক্ষেপ। মধ্যেস্বত্তভোগীরা এসে আমাদের এই উদ্দেশ্য ব্যহত করবে এটা আমরা হতে দেবো না। এবার আমরা আরো কঠিন ভাবে সব কিছু পর্যবেক্ষণ করবো।'