তিনদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন সকালে থিম্পুর হেজোতে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দূতাবাসের জমি ভূটান সরকার বাংলাদেশকে দিয়েছে। এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। এর আগে সকালে প্রধানমন্ত্রী অংশ নেন অটিজম বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। এসময় তিনি জানান, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে তার সরকার। সফর শেষে আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভুটানের থিম্পুতে বাংলাদেশ দূতাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।