পদ্মা সেতুর উপরে গাড়ি চলবে আর নিচ দিয়ে চলবে ট্রেন
রুবেল মাদবর Channel 4TV:
মুন্সীগঞ্জ প্রতিনিধি: ২০১৮ সালের ডিসেম্বরে সেতুর কাজ শেষ করতে এখন পাইল ড্রাইভ নদী শাসন চলছে জোর গতিতে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ বাস্তবায়ন করছে পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটারের দ্বিতলবিশিষ্ট এই সেতুর উপরে গাড়ি আর নিচ দিয়ে চলবে ট্রেন।ইতোমধ্যেই শেষ হয়ে গেছে সেতুর ৪২ শতাংশ কাজ। নদীর দুই পাড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ।পদ্মাপাড়ে মাওয়া ঘাটের ট্রাশ ফ্যাব্রিকেশন ইয়ার্ডে চলছে পদ্মা সেতুর প্রধান স্ট্রাকচার বা সুপার স্ট্রাকচার (স্প্যান) সংযোগের কাজ। ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে একটি স্প্যান আর কাজ চলছে ৪টি নির্মাণের।স্প্যানের মূল অংশগুলো তৈরি করা হচ্ছে চীনে। চীনে থেকে মূল অংশগুলো জাহাজে করে এনে সংযোগ করে স্প্যানে পরিণত করা হচ্ছে।[সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ১৫১ মিটার লম্বা একেকটি স্প্যানের ওজন তিন হাজার ২শ টন। এমনি প্রায় ৪০টি স্প্যান পিলারে বসালেই দাঁড়িয়ে যাবে ৬.১৫কিলোমিটারের পদ্মা বহুমুখী সেতু। প্রতিটি স্প্যানের মূল অংশ চীন থেকেএনে সংযোগ করতে সময় লাগছে প্রায় এক থেকে দেড় মাস। সেই হিসাবে নির্মাণাধীন ৪টি স্প্যানের কাজ শেষ করতে সময় লাগবে ছয় মাস।তারা আরও জানান, স্প্যান তৈরির কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে। চীনে আরও বেশ কয়েকটি স্প্যান তৈরির মূল অংশের কাজ চলছে। ওইগুলোর কাজ শেষ হলেই বাংলাদেশে এনে সংযোগের কাজ করা হবে।পদ্মা সেতুর মূল্য নকশায় দেখা গেছে, সেতুটি হবে সোনালি রঙের। আর সেই জন্যই প্রতি স্প্যানের রঙও সোনালি রঙের