মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগ। ব্যাটারী চালিত রিক্সা বন্ধ
রুবেল মাদবর মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে মুন্সীগঞ্জ পৌরসভায় আর কোন ব্যাটারী চালিত রিক্সা চলতে পারবে না। দিনব্যাপী দেখা যায় ব্যাটারী চালিত রিক্সা না চলায় সড়কগুলোতে কোন যানজট দেখাযায়নি। লোকজন স্তিতে চলাচল করতে দেখা গেছে। একাধিক লোক জানিয়েছেন অটোরিক্সাগুলোতে অনেক দুর্ঘটনা ঘটেছে। বন্ধ করে দেওয়ায় স্বস্তিতে মুন্সীগঞ্জবাসী। ব্যাটারী খুলে পায়ে চালিত রিক্সায় যাচ্ছে মালিকরা।বেপরোয়া গাড়ি চালানোর জন্য ইতোমধ্যে অনেক দুঘর্টনা ঘটেছে মুন্সীগঞ্জে। চাকায় ওড়না পেচিয়ে অনেক যাত্রী আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ব্যাটারি চালিত অটোরিক্সার ড্রাইভার রোডের কোন আইন কানুন মানেন না। কোন নিয়মের তোয়াক্কা না করেই যত্রতত্র যাত্রী উঠানো আর নামানো হতো।এভাবেই বিভিন্ন জায়গায় রিক্সা থেকে ব্যাটারী খুলে পায়ে চালিতরিক্সা তৈরী করতে দেখা গেছেএ বিষয়ে একাধিক লোক জানিয়েছেন অকেন দুর্ঘটনায় পড়তে হয়েছে এই অটোরিক্সায়। বন্ধ করে দেওয়ায় ভালো হয়েছে। পায়ের রিক্সা স্বাস্থ্যসম্মত ও চলতে আরাম দায়ক। কোনভাবেই যেন পুনরায় তারা চালানোর অনুমতি না পায়। প্রশাসন যেন পিছু না হটে।মহাকালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম টিটু জানান, ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ হওয়ায় যানচলাচলে কোন বিঘ্ন ঘটেনি। আজকের মুন্সীগঞ্জের সড়কগুলো ছিল খুবই সুন্দর। কোনভাবে যেন আর এই অটোরিক্সা মুন্সীগঞ্জ পৌরসভায় ঢুকতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সজাক দৃষ্টি রাখতে হবে।জানজট ছাড়াই সারাদিন কাচারী চত্বরে ট্রাফিক পুলিশকে ব্যস্ত থাকতে দেখা গেছেপৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব জানান, জেলা প্রশাসক সায়লা ফারজানার উদ্যোগে ব্যাটারী চালিত অটো রিক্সা বন্ধ করা হয়েছে।মুন্সীগঞ্জ পৌরসভায় এই অটো রিক্সা আর চলার অনুমতি দেয়া হবে না। সকলের সহযোগিতা নিয়ে এই উদ্যোগকে বলবৎ রাখা হবে।এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, ব্যাটারীচালিত অটোরিক্সা চালুর দাবীতে সুপার মার্কেট চত্বরে ড্রাইভাররা একটি মানব বন্ধন করে। মানব বন্ধন শেষে ১৫টি অটোরিক্সা ভাংচুর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানার আনা হয়েছে।